পানি সম্পদের সঠিক ব্যবহার করে দারিদ্রতাকে জয় করতে হবে--এমপি কমল

রামুতে সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সভায়

DSC06520 copyখালেদ হোসেন টাপু,রামু :

সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, দেশের কৃষি শিল্পর উন্নয়ন ও দারিদ্রতা হ্রাস করনে পরিকল্পিত পদক্ষেপে কাজ করছে সরকার। কৃষিসহ পারিপার্শিক উন্নয়নে পানি সম্পদের সঠিক ব্যবহার করে আত্ম-উন্নয়নের মাধ্যমে দারিদ্রতাকে জয় করতে হবে। ‘সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সদস্যরা সমবায় শক্তিতে নিজের উন্নয়নের সাথে দারিদ্রতাকেও জয় করেছে। রামুতে সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সভাপতি ও জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোতাহারুল হক সিকদার।

সভায় সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ২০১৩-১৪ অর্থ বছরে জাতীয় ভাবে পুরষ্কৃত হচ্ছে সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ। একই সাথে সমিতির সভাপতি শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় পুরষ্কারে ভূষিত হচ্ছেন। এ পুরষ্কারপ্রাপ্তী শুধু সমিতির নয়, পুরো কক্সবাজার জেলার জন্য গৌরবের। এ সমিতিকে মডেল ও যুগোপযোগী প্রযুক্তি নির্ভর সমিতি হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষনা দেন এমপি কমল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, জেলা সমবায় কর্মকর্তা মোস্তাক আহমদ, রামু থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মজিদ, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন প্রমুখ।

জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৌলানা নুরুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বখতেয়ার কামাল, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ, জেলা আওয়ামীলীগ সদস্য জাফর আলম চৌধুরী, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামশুল আলম, রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুন বড়–য়া, প্রবীণ শিক্ষক মাষ্টার ফরিদ আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক,  উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরাল হেলাল, আওয়ামীলীগ নেতা আবছার কামাল সিকদার, কামাল শামসুদ্দিন প্রিন্স, এমপি কমলের পি এস মিজান ও ব্যক্তিগত সহকারি আবু বক্কর, যুবলীগ নেতা উত্তম মহাজন, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সহ-সভাপতি মৌলানা মুফিজুর রহমান, সম্পাদক রফিক উদ্দিন, কোষাধ্যক্ষ গোরা মিয়া, সদস্য মোশারফ হোছন সিকদার, আবদুল কাদের, হাজী মোঃ সোলেমান, নুরুল হক কাজল, জালাল আহমদ, সাজেদা আকতার, মস্তুরা বেগম, তাহেরা বেগম প্রমুখ।

‘আয় বুঝে, ব্যয় করুন, সমিতির সার্বিক উন্নয়নে সহায়তা করুন’। এ প্রতিপাদ্যে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভায় ২০১৪-১৫ ইংরেজি অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, সমিতি’র সম্পাদক রফিক উদ্দিন। সকাল ৯টায় জাতীয় ও সমিতি’র পতাকা উত্তোলন করে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। দুপুরে সমিতি’র সদস্যদের মেজবান ও বিকালে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা। অনুষ্ঠানে সদস্যদের মাঝে বিনোদন নির্ভর র‌্যাফাল ড্র অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন