প্রশাসনিক কর্মকর্তাদের

রামুতে বৌদ্ধ ও হিন্দু নেতৃবৃন্দের মত বিনিময়

ramu pic hindu-buddist 14.5.16সোয়েব সাঈদ, রামু :

বান্দরবানের বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যা সহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে রামুর বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দিরের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী।
শনিবার ১৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সতর্কতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল করিম, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু কেন্দ্রিয় সীমা বিহার কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, সহকারি পরিচালক আমাদের রামু ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রজ্ঞানন্দ ভিক্ষু, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলমিত্র ভিক্ষু, রামু কেন্দ্রিয় কালি মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাক্ষ্মন চৌধুরী, সাধারণ সম্পাদক রতন মল্লিক, মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া ও রমেশ বড়ুয়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, হিন্দু ধর্মীয় নেতা চন্দন ধর, বাবুল শর্মা, সুবল শর্মা, বৌদ্ধ ধর্মীয় নেতা ইউপি সদস্য স্বপন বড়ুয়া, হিল্লোল বড়ুয়া, হেমন্দ্র বড়ুয়া, অভি বড়ুয়া প্রমূখ।
সভায় ইউএনও বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন নিয়মিত তদারকি করবে। পুলিশও টহলে থাকবে। পাশাপাশি প্রতিটি বিহার ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে সজাগ ভূমিকা পালন করতে হবে।


শেয়ার করুন