রামুতে বিরোধের জের: যুবককে অপহরণ মামলায় হয়রানির অভিযোগ

downloadরামু প্রতিনিধি:
রামুতে জমি নিয়ে বিরোধের জের ধরে সাগর বড়–য়া নামের এক যুবককে অপহরণ মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কক্সবাজার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাগর বড়–য়ার মা কুসু বালা বড়–য়া।
পুলিশ সুপারের কাছে দেয়া লিখিত অভিযোগে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের মৃত সুব্রত বড়–য়ার (মুক্তিযোদ্ধা) স্ত্রী কুসু বালা বড়–য়া উল্লেখ করেছেন, একই এলাকার মৃত বদশিং বড়–য়ার ছেলে মনিন্দ্র বড়–য়ার সাথে তাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এমনকি এসব বিরোধের জের ধরে পাল্টাপাল্টি একাধিক মামলাও হয়েছে। এরমধ্যে কয়েকটি মামলা নিষ্পত্তি হয়েছে এবং আরো একাধিক মামলা বিচারাধিন রয়েছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, সম্প্রতি অভিযুক্ত মনিন্দ্র বড়–য়ার নাতনী লিজা বড়–য়া এক মুসলিম যুবক কর্তৃক অপহৃত হন। এ নিয়ে থানায় দায়ের করা মামলায় কুসু বালা বড়–য়ার ছেলে সাগর বড়–য়াকে ২ নং আসামী করা হয়েছে।
অভিযোগে ন্যায় বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সাগর বড়–য়াকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানানো হয়েছে।


শেয়ার করুন