রামুতে বিজিবি’র বৃক্ষ রোপন ও মৎস্য পোনা অবমুক্তকরণ

ramu pic 31.07.16সোয়েব সাঈদ, রামু :

কক্সবাজারের রামুতে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে বৃক্ষ রোপন ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকাল দশটায় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কার্যালয়ের সামনে বৃক্ষরোপন ও বর্ডার গার্ড ব্যাটালিয়ন কার্যালয় সংলগ্ন লেকের পানিতে মৎস্য পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন, ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) লে. কর্ণেল মো. গোলাম মনজুর সিদ্দিকী।
উদ্বোধনী বক্তব্যে লে. কর্ণেল মো. গোলাম মনজুর সিদ্দিকী বলেন, এদেশের মানুষ মাছে ভাতে বাঙ্গালী হিসেবে পরিচিত। বর্তমান সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সকল স্থাপনাসমূহে একযোগে বৃক্ষ রোপন ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হচ্ছে। তিনি সবুজ বাংলাদেশ গড়ার জন্য সকলকে বৃক্ষরোপনের জন্যও অনুরোধ জানান।
অনুষ্ঠানে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম, উর্দ্ধতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন