রামুতে বঙ্গবন্ধুর জন্য গণভোজ

cox mp...Gonow vozফরিদুল মোস্তফা খান :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামুতে আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে দিন ব্যাপী এক গণভোজ। স্থানীয় এম পি সাইমুম সরওয়ার কমলের আয়োজনে অনুষ্টিত উক্ত গণভোজে সকাল ১০ টাকা থেকে বিকেল পর্যন্ত প্রায় ৫০ হাজারের ও বেশি জনগণ অংশ নেন। এই উপলক্ষ্যে সোবারের আগেই রামু খিজারী উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামকে নবরূপে সজ্জিত করা হয়। সকালে অনুষ্টিত হয় ১৯৭৫ সালের কালো রাতে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের বিদেহী আত্নার জন্য খতমে কোরান ও মিলাদ মাহফিল। এতে গণতন্ত্রের মানস কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীঘার্য়ু কামনা করা হয়। বিশেষ মোনাতের মাধ্যমে দোয়া করা হয় দেশের সুখ সমৃদ্ধি ও কল্যাণের জন্য। এরপর সকাল গড়িয়ে বেলা বাড়ার সাথেই সাথেই খিজারী হাই স্কুল মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। এম.পি কমল আগত মেহমানদের সাদর সম্ভাষণ জানিয়ে সকলকে গণভোজে পরম আথিয়েতা জানান। জানাগেছে, কালের বৃহত্তম এই গণভোজে ৫০টির বেশি গরু জবাই করা হয়। এছাড়া রয়েছে খাসিসহ হরেক বাহারি খাবার আইটেম। সবমিলিয়ে রামুতে অনুষ্ঠিত হল এই যেন এক এলাহী কান্ড।
আয়োজক কমিটির মহাসচিব উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে গেল ১৫ আগষ্ট রামুতে আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃত্বে ব্যাপক কর্মসূচী পালন করা হয়েছিল। এরই অংশ হিসেবে উক্ত গণভোজের আয়োজন করা হয়। এতে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধের পাশাপাশি দু উপজেলার সাধারণ জনগণ অংশনেন।


শেয়ার করুন