রামুতে গৃহবধু খুন, আটক ২

খালেদ হোসেন টাপু,রামু :
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বুলবুল আক্তার (২৩) নামে গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধুর মৃত্যু হয়। এ ঘটনায় বুলবুল আক্তারের শ^াশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ।
বুলবুল আক্তার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রাশেদের স্ত্রী। আটককৃতরা হলো দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জনুমাতবরপাড়ার নুর আহমদের স্ত্রী রাশেদের মা মরিয়ম খাতুন (৫৫) ও তার বোন সাইফুল ইসলাম সোহেল এর স্ত্রী শাহেনা আক্তার (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী জনু মাতবরপাড়ায় স্বামীর ঘরে মাতৃত্বকালীন ভাতার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বুলবুল আক্তারকে ছুরিকাঘাত করে স্বামী রাশেদ। পরে তাকে মুমুর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ময়নাতদন্ত শেষে বৃহষ্পতিবার মাগরিবের নামাজের পর কাউয়ারখোপ বাজার জামে মসজিদের মাঠে নিহত বুলবুল আক্তারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, তাঁর ইউনিয়নের ভিলেজারপাড়া গ্রামের আবুল খায়েরের মেয়ে এক সন্তানের জননী বুলবুল আক্তারকে সামান্য মাতৃত্বকালীন ভাতার টাকা নিয়ে সৃষ্ট কলহের জের ধরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উমখালী জনুমাতবরপাড়ায় গৃহবধু হত্যার ঘটনায় শ^াশুড়ি ও ননদকে আটক করা হয়েছে। পলাতক থাকা স্বামী রাশেদকে আটকের চেষ্টা চলছে।

 


শেয়ার করুন