তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উদ্বোধন করবেন

রানার চ্যানেল আই বীচ ফুটবল ৬ নভেম্বর শুরু

DSC00891এম আর মাহবুব :

সাবেক জাতীয় তারকা ফুটবলারদের অংশগ্রহণে ৪র্থ রানার চ্যানেল আই বীচ ফুটবল টুর্ণামেন্ট মাঠে গড়াচ্ছে। ৬ নভেম্বর সকাল ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে দু’দিন ব্যাপী এই ফুটবল টূর্ণামেন্ট শুরু হচ্ছে। টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাবেক জাতীয় ফুটবলার ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদিকে টুর্ণামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো গেলবারের চ্যাম্পিয়ন কক্সবাজার-চট্টগ্রাম মাস্টার্স, রানার্স আপ মুক্তিযোদ্ধা মাস্টার্স, আবাহনী মাস্টার্স, মোহামেডান মাস্টার্স ও ওয়াফ মাস্টার্স। উদ্বোধনী ম্যাচে রানিং চ্যাম্পিয়ন স্বাগতিক কক্স-চট্টগ্রাম মাস্টার্সের মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী মোহামেডান মাস্টার্স।

এদিকে ৬টি দলের অংশগ্রহণে দু’দিন ব্যাপী রানার চ্যানেল আই ফুটবল উপলক্ষে এক সংবাদ সম্মেলন অভিজাত হোটেল সী গাল চত্বরে ৫ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। অপু মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রারম্ভিক বক্তব্যে চ্যানেল আই’য়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন- বিশ্বব্যাপী জনপ্রিয় বীচ ফুটবলকে উপলক্ষ করে কক্সবাজারের সৌন্দর্য্য বিশ্বময় ছড়িয়ে দিতে চ্যানেল আই নিজেদের দায়বদ্ধতা থেকে প্রতিবছর কক্সবাজারে সাবেক জাতীয় তারকাদের অংশগ্রহণে বীচ ফুটবল আয়োজন করে আসছে। চ্যানেল আই ফাইনাল – সেমি ফাইনাল সহ দু’দিনের ৯টি ম্যাচ সরাসরি দেখাবে। এতে বক্তব্য রাখেন স্পন্সরকারী প্রতিষ্ঠান রানার গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) সামশুজ্জামান, ফুটবলের জন্য আমরা (WAF) এর সভাপতি শফিকুল ইসলাম মানিক, বাফুকে ফুটবল সম্পাদক সত্যজিৎ দাশ রুপু, সাবেক জাতীয় ফুটবলার শামশুল আলম মঞ্জু।

এদিকে বীচ ফুটবলকেক উপলক্ষ করে কক্সবাজারের সাবেক জাতীয় তারকা ফুটবলারদের হাট বসেছে।


শেয়ার করুন