রাজপথ দখলে রাখার শক্তি যুবলীগকে গড়ে তুলতে হবে

DSC_0122 Newsপ্রেস বিজ্ঞপ্তি:
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা বলেছেনে, বিশ্ব শান্তির জন্য হুমকি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং প্রয়োজনের মুহুর্তে রাজপথ দখলে রাখার মত শক্তি নিয়ে যুবলীগকে গড়ে তুলতে হবে।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সোমবার (২২ আগস্ট) জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গণহত্যা দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে জাতির জনকসহ সকল হত্যাকান্ডের বিচার না করার জন্য ইনডেমনিটি আইন জারী করেছিলেন মেজর জিয়াউর রহমান। এ হত্যাকান্ডে মেজর জিয়া জড়িত ছিলো। তাই তিনি ঘাতকদের পূণর্বাসনও করেছিলেন। আজ সময় এসেছে ইতিহাস জানার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. রনজিৎ দাশ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নজিবুল ইসলাম
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি মো: খোরশেদ আলম এর সভাপতিত্বে যুগ্ন-সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এড. শহীদ উল্লাহ চৌধুরী, জি,এম আবুল কাসেম, সোহেল আহমদ বাহাদুর, যুগ্ন-সাধারণ সম্পাদক বাবুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জি.এম জাহিদ ইফতেখার, জাফর আলম, আইন বিষয়ক সম্পাদক এডঃ জিয়া উদ্দিন আহমদ, অর্থ-সম্পাদক সাজেদুল করিম, শ্রম ও জনশক্তি সহ-সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, সদস্য বেন্টু দাশ, রামু উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, পৌর যুবলীগের আহ্্বায়ক সোয়েব ইফতেখার, যুগ্ন-আহবায়ক ডালিম বড়ুয়া, আসাদ উল্লাহ, শাহেদ মো: ইমরান, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক নুর হোসেন, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: বারেক, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাছানগীর হোসাইন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কায়ছারুল হক বাচ্চু, টেকনাফ পৌর যুবলীগের সভাপতি ফজল কবির, কক্সবাজার পৌর যুবলীগ নেতা মমতাজুল আলম, আবুল কাসেম, মাশাকুর রহমান বাবু, দুলাল দাশ, আরাফাত, রকি, সোহেল বড়ুয়া, বাদশা রাশেদ খাঁন, আব্দু সালাম ভেট্টু প্রমুখ।
সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চকরিয়া পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মু: ইলিয়াছ। আলোচনা সভার শেষে মেজবানের অংশ নেয় নেতৃবৃন্দ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কক্সবাজার পৌর যুবলীগের নেতৃবৃন্দ।


শেয়ার করুন