রাজনৈতিক অস্থিরতায় ফিরে যাচ্ছে পর্যটক উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরা

কক্সবাজার বীচটাইমস নিউজ ৥
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভ্রমণে আসা দেশী-বিদেশী পর্যটকরা একটানা অবরোধ আতংকে সফর সংক্ষিপ্ত করে ফিরে যাচ্ছে নিজ আলয়ে। ফলে দীর্ঘ সময় পর পর্যটন সংশ্লিষ্ঠ ব্যবসায়ীদের মুখে সামান্য হাসি ফুটলেও রাজনৈতিক উত্তাপে সেই আশায় এবারো গুড়েবালি হবার আশংকায় উদ্বিগ্ন পর্যটন সংশ্লিষ্ঠ ব্যবসায়ীরা। অন্যদিকে নতুন বছরের ছুটি কাটাতে কক্সবাজার এসে টানা অবরোধ আতংকে তড়িঘড়ি করেই ফিরতে হচ্ছে বলে অভিযোগ অনেক পর্যটকের।  কয়েক হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক সমঝোতার অভাবে দেশ অশান্তির পথে এগুচ্ছে। এই আপোষহীন উত্তাপে ব্যাপক প্রাণহানি আর সম্পদ নষ্টের আশংকাও উড়িয়ে দেয়া যায়না। সব মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষ রয়েছে এক অজানা আতংকে। তবে অবরোধ কর্মসুচীতে সাধারন মানুষের দূর্ভোগ যে সহনীয় মাত্রা ছাড়িয়ে যায় তাতে সন্দেহের অবকাশ নেই। অনেকের সাথে আলাপে জানা যায়,কয়েকদিন দিন বেশী থাকার ইচ্ছে থাকলেও রাজনৈতিক অস্তিরতার কারণে আগেই ফিরে যাচ্ছেন ব্যস্ত কর্মজীবনে। সিলেট থেকে আসা এক দম্পতি জানান,প্রায় ৫বছর পর কক্সবাজার এসেছেন। ব্যবসার যত ক্ষতিই হোকনা কেন পরিবারের সবাইকে নিয়ে আরো কয়েকদিন থাকার ইচ্ছে ছিল। কিন্তু সম্ভাব্য টানা অবরোধের  খবর শুনে গত রাতেই সবাইকে নিয়ে ফিরে গেলেন। সৌদিয়া পরিবহনের যাত্রী  বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুনী সারাবান তাহুরা আক্ষেপ করে বলে, নবর্বষ উপলক্ষ্যে একটু বাড়তি ছুটি নিয়ে বেড়াতে এসেছি। ইচ্ছে ছিল আরো কয়েকদিন বেড়ানোর। কিন্তু এক আজানা আতংকে আগে ভাগেই রওয়ানা দিতে বাধ্য হলাম। অপরদিকে নববর্ষের আনন্দের সঙ্গে রজিনৈতিক অস্থিরতায় খুশির আমেজ নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন বেড়াতে আসা ঈদগাঁয়ের সন্তান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো:শহিদুল ইসলাম। হোটেল-মোটেল জোনের কয়েক ব্যবসায়ী জানান,এমনিতেই বিগত ২/৩ বছর যাবৎ ব্যবসায় লাভের মুখ দেখেননি। আনেকেই ব্যবসায় নিজেদের লগ্নিকৃত টাকা থেকে বছর বছর লোকসান গুনেছেন আর যখন একটু পর্যটন শিল্পের সুবাতাস বইতে শুরু করলো তখন আবার রাজনৈতিক সমঝোতা না হলে তাদের উপর নেমে আসবে মরার উপর খড়ার ঘা। যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক সমযোতা না হলে পর্যটন শিল্পে ব্যাপক ধ্বস নামবে বলে মন্তব্য করেন সচেতন মহল।


শেয়ার করুন