যে দিনটির জন্যে মা তার সন্তানকে দুধ পান করিয়েছিলেন

sahabi-400x220ইসলামিক ডেস্ক:

ইসলাম এসেছে বহু ত্যাগের বিনিময়ে। সাহাবায়ে কেরাম সেই ত্যাগের উজ্জ্বল নমুনা। হযরত খুবাইব রা. এর কাফেরদের হাতে নির্যাতনের ঘটনাটি খুবই প্রসিদ্ধ। কাফেরদের নির্যাতনে তার দেহ মোবারক থেকে রক্ত মাংস মরুভূমির উত্তপ্ত বালুকণায় গলে গলে পড়েছিল। এমনই একজন সাহাবি হযরত হাবীব ইবনে যায়েদ রা.।

হযরত হাবীব ইবনে যায়েদকে ভ- নবী মুসাইলামাতুল কাযযাবা ধরে নিয়ে যায়। এবং তাকে বলে, তুমি যদি শুধু একবার এ কথা বলো “আমি আল্লাহর রাসুল আমি তোমাকে ছেড়ে দেবো”

হযরত হাবীব রা. বললেন, এ কথা আমি কোনোদিন বলতে পারবো না।

রাগান্বিত মুসাইলামা তার একটি হাত কর্তন করে বলল, এখনও সময় আছে, বলো আমি আল্লাহর নবী। হযরত হাবীব রা. বললেন, বলবো না।

তারপর মুসাইলামা এক পা, দুই পা করে উভয় পা কেটে ফেলল। কিন্তু তাতেও সে ক্ষান্ত হল না। তারপর চোখ দুটিও বের করে ফেলল।

তারপর কান দুটি কেটে ফেলল। সর্বশেষ জবাইকৃত ছাগলের শরীর থেকে চামড়া পৃথক করার মতো তাঁর হাড় থেকে গোশতগুলো পৃথক করতে লাগল।

হযরত হাবীব রা. কেঁদে উঠলেন এবং এভাবে জীবন আল্লাহর পথে বিলিয়ে দিলেন।

যখন তার মা হযরত উম্মে উমারা রা. ছেলের এ বর্ণনাতীত দু:খ ও কষ্টের কথা শুনতে পেলেন তখন তিনি বললেন, এই দিনের জন্যই তো আমি তাকে দুধ পান করিয়েছি।


শেয়ার করুন