যুক্তরাষ্ট্রের বৃহৎ আইনি প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক হ্যাকড

top-10-hacker-list-copy-400x290আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের বেশ কিছু বৃহৎ আইনি প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছে হ্যাকাররা। এর মধ্যে রয়েছে ক্রাভাথ সোয়াইন অ্যান্ড মুর এলএলপি, ওয়েইল গটশাল অ্যান্ড ম্যাঙ্গেস এলএলপি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরও বলা হয়, এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারীরা বিষয়টি দেখছেন। তারা জানার চেষ্টা করছেন, কোন অতি গোপনীয় তথ্য প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক থেকে হ্যাকাররা চুরি করেছে কিনা। কারণ, এসব আইনি প্রতিষ্ঠান ওয়াল স্ট্রিটের বিভিন্ন ব্যাংক ও বড় বড় কোম্পানির আইনি প্রতিনিধিত্ব করে থাকে। এর বাইরেও কিছু আইনি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক হ্যাক করা হয়েছে।

তবে তদন্তকারীরা এখনও বলছেন না যে, হ্যাকাররা আসলে কি তথ্য সেখান থেকে সংগ্রহ করেছে। এ বিষয়টি তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং ম্যানহাটান ইউএস এটর্নি জেনারেল অফিস। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, হ্যাকাররা এ রকম আরও হামলা চালানোর হুমকি দিয়েছে ইন্টারনেটে।

সূত্র : মানবজমিন


শেয়ার করুন