‘যাত্রী ও চালকদের সতর্ক হওয়ার আহ্বান’

দুর্ভোগ সহনীয় পর্যায়ে আছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ঢাকা থেকে ৮০ লাখ মানুষ গ্রামে যাচ্ছে ঈদ করতে। আমরা দুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি। ‘জট বিগত ১০ বছরের তুলনায় কম। ধীরগতি আছে, সেটা সহনীয়।

শনিবার সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের ‍উত্তরে ওবায়দুল কাদের বলেন, আগেকার যে কোনো সময়ের চেয়ে মহাসড়কে যাত্রার মান এবারে ভাল। ভোগান্তি কম।

তিনি বলেন, আজো অনেক জায়গায় রাস্তায় কিছুটা ধীরগতি আছে। এটা অতিরিক্ত চাপের কারণে।

ভোরে রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে কাদের বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। পরিবারগুলো পথে বসে যাবে। এজন্য আমি ড্রাইভারদের আরও সতর্কভাবে গাড়ি চালানোর জন্য বলব। আর যাত্রীদের উদ্দেশ্যে বলব, জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে ঈদের আনন্দ একেবারে মাটি হয়ে যেতে পারে। তাই যাত্রী ও চালকদের যাত্রাপথে সতর্ক হওয়ার আহ্বান জানান কাদের।


শেয়ার করুন