মোটরসাইকেলে সঙ্গী নেয়া নিষেধ

motorcycelসিটিএন ডেস্ক:

ঢাকা: নাশকতা ঠেকাতে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন করা যাবে না। ২০ দলের ডাকা হরতাল-অবরোধে সন্ত্রাস ও নাশকতা রোধে এ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিককালে কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে।

এ ধরনের নাশকতা ও সহিংসতারোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অধ্যাদেশ (১৯৮৩ সালের ৫৫ নম্বর অধ্যাদেশ) এর ৮৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সরকার সারাদেশে মোটরসাইকেলে চালক ব্যতিত অন্যকোনো যাত্রী বা সঙ্গী বহন করা যাবে না।


শেয়ার করুন