মেসি নয়, রোনালদোকেই এগিয়ে রাখলেন গ্রিজমান

2016_07_12_14_46_19_2niZB9w7NbK2Z5cdo4Fbetk03QvWJE_originalসিটিএন ডেস্ক :

ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরো-২০১৬তে দুর্দান্ত পারফর্ম করেছেন অ্যান্টোনিও গ্রিজমান। টুর্নামেন্টে সর্বোচ্চ ছয় গোল দেয়ার সুবাদে জিতেছেন গোল্ডেন বুট। এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে আসরের সেরা খেলোয়াড়ের খেতাবটাও জিতে নিলেন এই ফরাসি তারকা।

গ্রিজমান মনে করেন, এই বছর ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের চেয়ে এগিয়ে রোনালদো। এমনকি অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও এক্ষেত্রে পর্তুগালের অধিনায়কের থেকে নিজেকে পিছিয়ে রাখছেন গ্রিজমান।

এক মাসের ব্যবধানে নিজ দেশ পর্তুগাল আর ক্লাব রিয়াল মাদ্রিদকে ইউরোপের সেরা করেছেন রোনালদো। তাই সিআরসেভেনই এই পুরস্কারের যোগ্য দাবিদার বলে দাবি গ্রিজমানের। ফরাসি স্ট্রাইকার বলেন, ‘এডারের গোলের পরই আমরা বুঝতে পেরেছিলাম যে সাফল্যটা ধরা দিচ্ছে পর্তুগালকেই। আমার ব্যক্তিগত সাফল্যে (গোল্ডেন বল ও বুট) কিছু আসে-যায় না। আমার কি এখনো ওটা (ব্যালন ডি’অর) জেতার সুযোগ আছে? ক্রিশ্চিয়ানো রোনালদো দুটি বড় টুর্নামেন্ট জিতেছে। আমি মনে করি, এটা নির্ধারিত হয়ে গেছে যে কে এর জন্য যোগ্য।’


শেয়ার করুন