মেরিন ড্রাইভ সড়কের কাজ সম্পন্ন করে অবৈধ স্থাপনা উচ্ছেদের নিদের্শ

0নিজস্ব প্রতিবেদক:

পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেরিন ড্রাইভের কাজ দ্রুত সম্পন্ন করে সড়কের উভয় পার্শ্বের সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পর্যটনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, সরকার দেশের বৃহত্তম পর্যটন এলাকা হিসেবে উপকূলীয় অঞ্চলকে চিহ্নিত করে ইনানীকে এক্সক্লুসিভ ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তুলে দেশি-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। তাই কক্সবাজার-টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের পশ্চিম পার্শ্বে যে সমস্ত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ করে দেয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত ২২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয় বরাদ্ধে ১১৮ মিটার দীর্ঘ উখিয়ার মনখালী সেতু উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার যখন সারাদেশ ব্যাপী উন্নয়ন তরান্বিত করতে যাচ্ছে ঠিক তেমনি সময়ে বিরোধীদল হরতাল অবরোধ দিয়ে দেশের উন্নয়ন বাধাঁগ্রস্থ করার চেষ্টা করছে। তিনি জ্বালাও, পোড়াও রাজনীতি বন্ধ করার জন্য বিরোধী দলকে বিরত থাকতে বলেন। সেতু উদ্বোধনকালে মন্ত্রীর সাথে ছিলেন, উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, সেনাবাহিনীর ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ওহাব, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, ১৬ ইসিবি’র অধিনায়ক লে. কর্ণেল মনোয়ার ইসলাম, লে.কর্ণেল আরিফ, মেজর আসিক, জুলফিকার, কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) এ এইচ এম মাহফুজুর রহমান, নির্বাহী ম্যাজিস্টেট আবু বক্কর প্রমুখ।


শেয়ার করুন