হোয়ানকে ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা

মেধাবীদের আদর্শ ঠিকানা ছাত্রশিবির

11800139_491991037623679_8328292506661425702_n সিটিএন:
‘ইসলামী শিবিরের হাত ধরেই বাংলার আনাচে-কানাচে থেকে উঠে এসে নেতৃত্ব পর্যায়ে আসছে মেধাবীরা। তাই বাংলাদেশের মাটিতে মেধাবীদের এক আদর্শ ঠিকানা হিসেবে স্বীকৃতি পেয়েছে ছাত্রশিবির। এমন একটি সংগঠনকে চাইলে নিচ্ছিন্ন করা যাবে না। অত্যাচারের স্টীম রোলার চালিয়ে লাভ হবে না। শত প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলার মাটিতে আদর্শের পতাকা উড্ডীন রাখবে শিবির।’ ২১ জুলাই মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন উত্তর শাখা কর্তৃক আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
হোয়ানক ইউনিয়ন উত্তর শাখা সভাপতি মুবারকের সভাপতিত্বে ও মোঃ মোয়াজ্জেমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির নেতা মোবারক হোসেন, চট্টগ্রাম মহসিন কলেজের বায়তুল মাল সম্পাদক শাহেদ মাহমুদ, মহেশখালী দক্ষিণ শিবিরের সেক্রেটারি আবদুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা আনচারুল করিম, নুরুল আলম, আব্বাস উদ্দীন। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন এরশাদ উল্লাহ। মোনাজাত পরিচালনা করেন হাবিবুর রহমান।


শেয়ার করুন