মৃত্যুর সময় জানিয়ে দেবে অ্যাপল ওয়াচ!

apple-face-watch

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

যুক্তরাজ্য ভিত্তিক ‘রিহ্যাবস্টুডিও’ নামে একটি প্রতিষ্ঠান দাবী করছে তারা অ্যাপলের উদ্ভাবিত প্রযুক্তি অ্যাপল ওয়াচ ফেস, লাইফ ক্লক ব্যবহার করে মৃত্যুর সময় জানিয়ে দিতে পারবে। এই ঘড়ি অনুযায়ী  স্বাস্থ্যকর কাজের জন্য ব্যক্তির জীবনে সময় যোগ করা হবে। অন্যদিকে খারাপ অভ্যাসের জন্য জীবন থেকে সময় বাদ দেয়া হবে।

এই ধারণাটা মাথায় আসে রিহ্যাবস্টুডিওর মালিক টম লির কাছ থেকে। তিনি বলেন, ‘আমরা একটা সুযোগ পেয়েছি। আমরা ভাবছি এটা ঠিক আছে। সময় যদি মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকতো, তবে আমরা কি করতে পারতাম?’

এদিকে অ্যাপল জানিয়েছে, আগামী মাসে অ্যাপল ওয়াচ বাজারে ছাড়া হলে ঘড়িটিতে নয়টি অফিসিয়াল ফেস থাকবে।

লি অ্যাপল ওয়াচের এই ফেস পদ্ধতিকে কাজে লাগিয়ে নতুন ধরণের চিন্তাভাবনা করছেন। তিনি  এটাকে বলছেন ‘টেম্পোরাল ডিসকাউন্টিং’। এটা হল বর্তমান সময়ে ভবিষ্যৎকে বাদ দেয়া। অথাৎ কেউ যদি স্বাস্থ্যকর জীবন যাপন করে তবে তার ঘড়িতে কিছুটা সময় যোগ হবে। আবার যদি  কেউ স্বাস্থ্যহানীকর কর্মকাণ্ডে অংশ নেয় তবে তার জীবন থেকে কিছুটা সময় বাদ দেয়া হবে। এভাবেই মানুষের মৃত্যুর সময় বলে দেয়া সম্ভব।


শেয়ার করুন