মুশফিকের হাফ সেঞ্চুরি, লড়ছে বাংলাদেশ

wefeghrh১ উইকেটে ৭৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া বাংলাদেশ পরপর দুই উইকেট হারিয়ে রীতিমত বিপদে পড়ে যায়। বিরতির পর জোড়া আঘাত হানেন স্পিনার জেপি ডুমিনি। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ৪০ রানে ফেরান মুমিনুলকে।পরের ওভারে আরেক উইকেট। প্রথম বলে ৩০ রানে ইমরুলকে বিদায় করে বাংলাদেশকে ব্যাটফুটে ঠেলে দেন এ স্পিনার।

তবে এরপর থেকে ঠান্ডা মাথায় ব্যাট করছছিলেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ ৯৪ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। ব্যক্তিগত ৩৫ রান করে ডেল স্টেইনের বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ তুলে দেন রিয়াদ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮০ রান। এখন মাঠে আছেন মুশফিকুর রহিম (৫৮) ও সাকিব আল হাসান (০)।

এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করেতে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই ব্যক্তিগত ৬ রান করে স্টেইনের বলে আউট হন ওপেনার তামিম ইকবাল।

চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় এ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ। এদিকে বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন আনা হযেছে। স্পিনার তা্ইজুল ইসলামের জায়গায় খেলছেন অলরাউন্ডার নাসির হোসেন। ব্যাটিংয়ের পাশাপাশি যিনি ভালো অফ স্পিন বোলিংও করে থাকেন।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডেন এলগার, স্টিয়ান, ভ্যান জিল, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, টেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ডেন ভিলাস (উইকেটরক্ষক), ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সাইমন, হারমার, মরনি মরকেল।


শেয়ার করুন