মাহমুদউল্লার ইমামতিতে নিউজিল্যান্ডে জুমার নামাজ আদায়

165221_1নিউজ ডেস্ক :

নিউজিল্যান্ডে স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজ আদায় করতে স্থানীয় একটি মসজিদে গেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

স্থানীয় সেই মসজিদে গিয়ে দেখলেন মসজিদের ইমাম অনুপস্থিত। শুরু হলো মসজিদ জুড়ে গুঞ্জন। তাহলে কে ইমামতি করবেন?

এমন সময় মসজিদ কমিটির সেক্রেটারি বললেন, ‘আপনাদের মধ্য থেকে কী কেউ ইমামতি করতে পারবেন?’

এ সময় মাহমুদউল্লাহ বললেন, জুমার নামাজ পরিচালনার নিয়মকানুন তো জানা আছে আমার। তবে খুতবা কোথায় পাবো? তখন এগিয়ে এলেন তামিম ইকবাল। মাহমুদউল্লাহ এবং তামিম ইকবাল মিলে বসে গেলেন গুগলে খুতবা খোঁজাখুঁজি করতে।

মোবাইলে বসেই গুগল খুঁজে তারা দু’জন বের করে ফেললেন জুমার নামাজের দুই খুতবা এবং সেটা ডাউনলোডও করে ফেললেন।

তারপর মোবাইল হাতেই মেহরাবে দাঁড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোবাইলে রেখেই আরবিতে দুই খুতবা পাঠ করলেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ দলের টিম হোটেল ট্রেইলওয়েজের খুব কাছেই অবস্থিত সেই মসজিদটি। স্থানীয় মুসলিমদের জন্য নির্মিত মসজিদটিতে অবশ্য খুব বেশি মুসল্লি ছিলো না। বাংলাদেশ দলের ১৫ থেকে ১৬জন ক্রিকেটার এবং স্থানীয় প্রায় ১৮ থেকে ২০জন মুসল্লি ছিলেন।

ফাইল ছবি


শেয়ার করুন