মালালা সবচেয়ে বেশি প্রেরণাদায়ক

Malala.বিশ্বের সবচেয়ে কমবয়সী নোবেলধারী পাকিস্তানি কিশোরি মালালা ইউসুফজাইকে ‘অনুপ্রেরণামূলক’ বলে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রবন্ধে তার প্রশংসা করা হয়েছে।
গণমাধ্যমটির নিয়মিত কলামিস্ট নিক ক্রিস্টফ তার প্রবন্ধে মালালাকে ‘সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি দর্শিত তরুণী’ বলে অভিহিত করেছেন।
তিনি মালালা সম্পর্কে তার প্রবন্ধে লিখেছেন, ‘দুই সপ্তাহ আগে আমি মালালা ইউসুফজাইয়ের সাথে সাক্ষাৎ করি। আমার সাক্ষাৎ করা ব্যক্তিদের মধ্যে সে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক।’
তিনি আরও বলেন, ‘সে সত্যিই একজন সাহসী মেয়ে। তার সাথে সাক্ষাৎ করতে পেরে আমি খুবই খুশি।’
তিনি বলেন, ‘আমি মালালাকে নিয়ে নির্মিত ‘মাই থারটিন ইয়ার ওল্ড ডটার’ নামক সিনেমাটিও দেখেছি। আমি আশ্চর্য হয়েছি সে কিভাবে নিজের জীবনের পরোয়া না করে সারা বিশ্বে মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে।’
সূত্র : নিউইয়র্ক টাইমস।


শেয়ার করুন