`মানব জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই’

হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, অঁজপাড়া গ্রামেও আজ শিক্ষার আলো জ্বলছে। বছরে শুরুতেই দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বর্তমান সরকার ইতিহাস সৃষ্টি করেছে। কারন মানব জাতির উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই।
বর্তমান সরকার উন্নত জাতি গড়ার লক্ষ্যে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এতদঅঞ্চলকে আলোকিত করতে এলাকার ছেলে-মেয়েদেরকেই শিক্ষক হতে হবে। এর ফলে দূর হবে শিক্ষক সল্পতাও। রোববার (১৯ এপ্রিল) দুপুরে কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, কচ্ছপিয়ার সমাজ সেবক সালাউদ্দিন চৌধুরী, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিজুল হক হেলালি, ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আলম, সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, মো: জয়নাল আবেদীন টুক্কু প্রমূখ।


শেয়ার করুন