মানবিক বিপর্যয়ের মুখে মধ্য আফ্রিকা

043আন্তর্জাতিক ডেস্ক:
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ে কবরে পড়তে যাচ্ছে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে দেশটিতে ত্রানের যে ঘাটতি রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সরবরাহের ব্যবস্থা করা না হলে এ বিপর্যয় দেখা দিতে পারে। রোববার দেশটিতে জাতিসংঘের ত্রান সমন্বয়ক অরিলিয়েন অগবিননসি এ তথ্য জানিয়েছেন।

অরিলিয়েন অগবিননসি জানান, মধ্য আফ্রিকার জন্য যে ত্রান সহায়তা চাওয়া হয়েছিল তার মাত্র ৩১ শতাংশ নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, ‘এটা সবার জন্য কঠিন চেষ্টার সময়। কিন্তু আর্ন্তজাতিক সম্প্রদায় যদি স্থির সিদ্ধান্তে আসতে শুরু করে যে দেশটিতে স্থিতিশীলতা ফিরে এসেছে, তাহলে তা হবে খুব জটিল একটি ভুল।’

জাতিসংঘের এই কর্মকর্তা মধ্য আফ্রিকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন সময় এ মন্তব্য করলেন, যখন মাত্র একদিন আগে রাজধানী বাঙ্গুইতে সন্ত্রাসীদের গুলিতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন মিনুস্কার এক সেনা নিহত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের মার্চে মুসলিমপন্থী সালেকা যোদ্ধারা রাজধানী বাঙ্গুইয়ের দখল নেয়ার পর প্রায় দশ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। দেশটির প্রায় অর্ধেক অর্থাৎ ২৭ লাখ লোকের এখনও ত্রান সহায়তা প্রয়োজন। এছাড়া ১৫ লাখ লোক এখনও খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির আফ্রিকা অঞ্চলের পরিচালক পল টেইলর বলেন, ‘মধ্য আফ্রিকার পরিস্থিতিকে শ্রেনীবিন্যাস করা জটিল, যেহেতু এটি আমাদের সময়ের বৈশ্বিক সঙ্কট বিশেষ করে সিরিয়ার পরিস্থিতির চেয়ে এটি কয়েক গুন বড় বিপর্যয়।’

তিনি বলেন, ‘ মধ্য আফ্রিকার পরিস্থিতি ভয়ঙ্কর। আনুমানিক মোট জনগোষ্ঠীর ৫০ শতাংশের মানবিক ত্রান সহায়তা প্রয়োজন এবং পরিস্থিতি এমন যে রাষ্ট্র স্বাস্থ্য সেবা, শিক্ষা ও নিরাপত্তার মতো প্রয়োজনীয় সরকারি সেবা দিতে পারছে না।’


শেয়ার করুন