মানবতাবিরোধী অপরাধ: ছেলেসহ জাপার সাংসদ গ্রেপ্তার

2015_10_01_17_18_56_LayFRF0eW4vFymsp8S3avQ6dwCJjOZ_originalসিটিএন ডেস্ক ;

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ এম. এ. হান্নানকে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এম. এ. হান্নানের সঙ্গে তার ছেলে রফিক সাজ্জাদকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর গুলশানে সাংসদ হান্নানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যেহেতু বনানী থানা পুলিশ গুলশান এলাকা থেকে হান্নান ও সাজ্জাদকে গ্রেপ্তার করেছে তাই তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, গুলশান থানা পুলিশ এ দুজনকে ময়মনসিংহ পাঠানোর ব্যবস্থা করছে।

জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এম এ হান্নানের জন্ম ১৯৩৫ সালের ১১ এপ্রিল।


শেয়ার করুন