মাদক বিরুধী গণসচেতনতা কার্যক্রম জোরদার করছে সুজন

teknaf pic-2-22-08-16টেকনাফ সংবাদদাতা:
টেকনাফের মাদক বিরুধী গণসচেতনতা কার্যক্রম জোরদার করছে সুজন (সুশাসনের জন্য নাগরিক)।
মাদক পাচার,নদী দখল, নিরক্ষরতা দূরীকরন, যুবক ও নারী ক্ষমতায়ন এবং নাগরিক সুযোগ সুবিধার লিংক সচেতনতা বাড়াতে অঞ্চল ভিত্তিক কর্মসুচী প্রনয়নে সংগঠনকে আরো বেশী শক্তিশালী করার উপরও গুরুত্বারোপ করা হয়।
সোমবার বিকেলে টেকনাফ পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে, সুজন, দ্যা হাঙ্গার প্রজেক্ট, উজ্জীবক ফোরাম ও বিকশিত নারী নের্টওর্য়াকসহ সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান আলোচক ছিলেন সুজন’র সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আলোচনায় তিনি বলেন, ভেঙ্গে পড়লে চলবে না, আমাদের এগুতে হবে, আমরা সরকারের বিপক্ষে নই, আবার পক্ষেও নই, আমরা দেশের পক্ষে। সমাজকে জাগাতে হবে, অনিয়ম দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এ জন্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজেদের সমস্যা নিজের সমাধান করতে হবে, সে জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি সুজনকে আরা শক্তি করে ইউনিয়ন ভিত্তিক কর্মকান্ড পরিচালনারও আহবান জানান।
মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, হ্যা হাঙ্গার প্রজেক্টের পরিচালক তাজিমা হোসেন মজুমদার, হ্যা হাঙ্গার প্রজেক্টের চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর সায়মুনা আখতার রুবি , কক্সবাজার সদরের ঝিলংজা ইউপি’র সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন জিকু, সুজন টেকনাফ শাখার সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বসর, ওয়ান স্টপ ক্রাইসিস কর্মকর্তা সুব্রত সরকার, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-৩ কুহিনুর আখতার, হ্নীলা ইউপি সদস্য মোঃ হোছাইন আহমেদ, জামাল উদ্দীন মেম্বার , বাংলাদেশ মানবাধিকার সংস্থার আঞ্চলিক সভাপতি মনোয়ারা বেগম মুন্নি, আইসিসিডিআরবি’র ফিল্ড অফিসার অমিত বনিক, রেডিও নাফ’র প্রোগ্রাম প্রডিউসার মোঃ হারুন, নারী সহায়তা কেন্দ্রের মোঃ তারেক, ব্যবসায়ী আব্দুস সালাম, মোঃ ইব্রাহিম, মাদ্রাসা শিক্ষক মোঃ নুরুল্লাহ, বিকশিত নারী নের্টওর্য়াক’র সভাপতি কুলসুম বেগম, দ্যা হাঙ্গার প্রজেক্ট এ্যারিয়া সমন্বয়কারী মাইনুল ইসলাম, উজ্জীবক ফোরামের ট্রেইনার মাহমুদুল হক ফয়েজ, সদস্য ফরিদা ইয়াছমিন, বাহার উদ্দিন রায়হান, জিয়াউল কাদের বাপ্পি, বাংলাদেশ মানবাধিকার সংস্থার টেকনাফ আঞ্চলিক শাখার সাইফুল করিম রাসেল প্রমুখ।


শেয়ার করুন