চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভায় এবিএম মহিউদ্দিন চৌধুরী

মাদকের আগ্রাসন থেকে তরুণ যুবসমাজকে বাঁচাতে হবে

CRU News- 13.07.15সংবাদ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইউনিটির মতবিনিময় সভায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সমাজে অবক্ষয় রোধে মাদকসহ চোরাচালানীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরো সোচ্ছার হওয়া প্রয়োজন উলে¬খ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা দেশ ও সমাজের শত্র“। তাদের মাধ্যমে দেশের তরুণ যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তিনি আরো বলেন, যুগে যুগে সাংবাদিকরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এসেছে এবং সেটা এখনো বিদ্যমান উলে¬খ করে তিনি বলেন, সাংবাদিকরা যেকোন সময় দেশের জনহিতকর কর্মকান্ডে এগিয়ে এসেছে এবং তাদের মাধ্যমে আমরা প্রতিদিন বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদগুলো পড়তে ও জানতে পারছি। নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দিদার আশরাফী, সজল চৌধুরী, আলমগীর নুর, অরুণ নাথ, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, আবছার রশীদ আইয়ুব, পারভিন আক্তার চৌধুরী, ফরিদা আক্তার, রাশেদুল আজিজ, রাশেদুল মওলা, গিয়াস উদ্দিন, বরুণ আচার্য্য বলায়, জাবেদ রকি ও রুজি আক্তার। প্রসঙ্গতঃ চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি ২০১২-২০১৫ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে সজল চৌধুরীকে আহ্বায়ক, আলমগীর নূরকে যুগ্ম আহ্বায়ক দিদার আশরাফীকে প্রধান সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। এ কমিটির অধীনে আগামী ২ মাসের মধ্যে তৃণমূল পর্যায় থেকে নতুন সংবাদ কর্মীদের সমন্বয়ে একটি সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি ২০১৫-২০১৮ নতুন কার্যকরী কমিটি গঠিত হবে।


শেয়ার করুন