মাতারবাড়ীর জনসাধারনের ঈদ আনন্দ পানিতে

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলাকার মানুষ পানি বন্দি জীবন কাটাচ্ছে। (1)

হারুনর রশিদ,মহেশখালী:

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা এবং পাশর্^বতী এলাকায় জোয়ার ভাটার কারনে- নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে জন সাধারণ। গেল বছরের কোমেন এবং চলতি বছরের রোয়ানু’র তান্ডবে বিলিন হয়ে যায় বেঁড়ীবাঁধ। বিলিন হওয়া বেঁড়িবাঁধ সংস্কার না করায়; বর্ষার মৌসূমে পূর্নিমার জোয়ারের পানি সামান্য বৃদ্ধিপেলে লোকালয়ে প্রবেশ করে। এই অবস্থার চলতে থাকলে মাতারবাড়ী ইউনিয়নের ধানী/ফসলি এবং লবন চাষের জমিতে বর্ষার মৌসুমে চিংড়ি কিংবা কোন ধরনের চাষাবাদ হবে না বলে আংশকায় দিন কাটাচ্ছে ভোক্তভুগিরা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করেছেন। ছবি ৪ জুলাই দুপুর সাড়ে ১২টার সময় মাতারবাড়ী এলাকা থেকে তোলা।

 


শেয়ার করুন