লামায়

মহোৎসবে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি

3024bcac-86f9-4bc3-9022-c6d50a972cc0এম বশির আলম, নিজস্ব প্রতিনিধি :

বান্দরবানের লামায় হিন্দু ধর্মাবলম্বিদের মহোৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভক্তদের সাথে কুশল বিনীময় করেছেন। এ সময় ঘন্টাব্যাপী সাধারন নর-নারীদের সাথে একই কাতারে বসে তিনি কীর্তনীয়াদের নামসুধা উপভোগ করেন। গতকাল বৃহষ্পতিবার ঊষালগ্নে লামা হরিমন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে ষোড়শ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ মহোৎসব। এদিন বিকাল ৩টায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর মহোৎসব স্থলে এসে পৌঁছলে শত শত ধর্মপ্রাণ নর-নারী মন্ত্রিকে ফুলের পাপড়ি ছিটিয়ে শঙ্খ- ঘন্টা বাজিয়ে ও হুলুধ্বনী দিয়ে বরণ করেন।

মন্ত্রীর জন্য নির্মিত মঞ্চে না বসে তিনি সাধারন ভক্তদের সাথে মেঝেতে বসে নাম কীর্তন উপভোগ করেন। এর আগে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি লামা আসার পথে লাইনঝিরি থেকে শতাধিক সনাতনী পতাকাবাহী মোটর সাইকেল আরোহীরা তাকে বরণ করে নিয়ে আসার সময় লামা পৌরসভা গেইটে নব নির্বাচিত মেয়র জহিরুল ইসলামের নেতৃত্বে সাবেক ও বর্তমান কাউন্সিলারগ এবং কর্মকর্তা-কর্মচারীগণ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।


শেয়ার করুন