মহেশখালী-কুতুবদিয়ার এমপি বরাবরে খোলাচিঠি

images
বরাবর

জনাব  আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহোদয়,
মাননীয় সংসদ সদস্য
কক্সবাজার- ০২ (মহেশখালী কুতুবদিয়া)।
বিষয় : ওয়ান স্টপ সার্ভিসে শিক্ষা ও ঘটিভাংগা সোনাদিয়া সড়ক সঃস্কার করার আবেদন।
জনাব,
আমি জামাল জাহেদ পিতা ডাঃ নুরুল আমিন জাহেদ।সাধারণ সম্পাদক ঘটিভাংগা শেখ রাসেল স্মৃতি সংসদ।গ্রামঃঘটিভাংগা,পোঃ+পোঃ কুতুবজোম, উপজেলাঃ মহেশখালী, জেলাঃ কক্সবাজার। কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা গ্রামের স্থায়ী বাসিন্দা হই। সাম্প্রতিক সময়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টিকারী জাতিসংঘে থেকে চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ সম্মানণা পুরস্কারে ভুষিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানে ডিজিটাল বাংলাদেশ মধ্য আয়ের কৌটায় পৌছানোর প্রাক্বালে, আপনি মহেশখালি কুতুবদিয়ার অবহেলিত মানুষের এমপি হিসেবে দায়িত্ব নেয়ার পর অতীতের বদনামে খাদে পড়া মহেশখালি আজ সরকারের চোখের সামনে ভবিষ্যতের বাংলাদেশের স্বনির্ভর এক উপজেলায় প্রকাশ হতে যাচ্ছে ও আমূল পরিবর্তন পরিলক্ষিত হচেছ। দিনে দিনে সব মাস্টারপ্ল্যান,কয়লাভিওিক বিদ্যুৎ প্রকল্প, ভাসমান তৈল কেন্দ্র, পর্যটননগরী সহ সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর তৈরি করার মহাপরিকল্পনা হাতে নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের বিনিয়োগ করে সরকার আপনার হাতে এই অবহেলিত মহেশখালিতে। যা আগে কখনো পরিলক্ষিত হয়নি কোন সরকার ক্রাইমজোন ছাড়া যেখানে কোন চিন্তা করেনি সেখানে আপনার বর্তমান আওয়ামীলীগ সরকার ফুটিয়ে তুলিতেছে গোবরে পদ্মের মতো সাড়া জাগানো সব প্রস্তাব, সারা বিশ্বের মানুষের চোখ আজ মহেশখালি নামক পাহাড়সমৃদ্ধ দ্বীপের দিকে। বিভিন্ন ক্ষেত্রে আপনার ছোঁয়া পেয়ে আজ ধন্য মহেশখালিবাসী। দিনে দিনে আজ মহেশখালীর উন্নয়নের ধারা পরিলক্ষিত।আপনি শুধু জনপ্রতিনিধি নন, আপনি আরো বহু গুণে গুণান্বিত। যা বলে শেষ করা যাবে না।সব জায়গায় আপনার নজর পড়লেও অতীব দুঃখের বিষয় কুতুবজোমের শিক্ষাব্যবস্থা আরো উন্নত করা দরকার, ঘটিভাংগা মডেল স্কুলের,তাজিয়াকাটা সোনাদিয়া ঘটিভাংগা তিন গ্রামের মাঝখানে কোন উচ্চ বিদ্যালয় না থাকায়,চরম বেকায়দায় তিন গ্রামের ২০হাজারের ও অধিক মানুষ।অন্তত সরকার বর্তমানে ঘটিভাংগার একমাএ স্কুলকে জুনিয়র মডেল নিম্নমাধ্যমিক করাতে, সুফল পাচ্ছে জনগন, কিন্তু ঝুলে থাকা ভবনের অসমাপ্ত কাজ,হতাশায় পেলেছে ছাএছাএীদের।তার উপর মড়ার কাড়ার ঘা, ২বছর যাবৎ প্রধান শিক্ষকের পদ শুন্য, যার ফলে মাঝিবিহীন নৌকার মতো কঠিন পরিনতি।জেলা ও উপজেলায় হাজার বার আবেদন করেও কোন কাজ হয়নি।বিষয়টির উপর নজর দেওয়ার জোর আবেদন জানাচ্ছি।আমি ঘটিভাংগা সোনাদিয়ার বাসীর পক্ষ হয়ে আপনার কাছে দাবী করতেছি,ঘটিভাংগা স্কুলকে এসএসসি পর্যন্ত ‘উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, আরেকটি বিষয় জনগুরুত্বপুর্ণ হলো ঘটিভাংগার ভেতরের সড়ক পাহাড়ি গোহার মতো,যেনো দেখার কেউ নেই।আপনি নিজেও অতিবর্ষনে মানুষের দুর্দশা পায়ে হেটে দেখেছেন,অতিসত্বর ঘটিভাংগা ভেতরের সড়ক কাজ করা জরুরী,নাহয় জনগণের চলাচলে ও যানবাহন যাতায়তে চরম ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে।বিষয়টির উপর গুরুত্ব সহকারে ব্যাবস্থা নেওয়া একান্ত জরুরী।এবং সাথে সাথে সোনাদিয়া সংযোগ সেতু সড়কবিহীন দাড়িয়ে আছে বছরের পর বছর,সেতুর উপর দিয়ে আজ মানুষ চলাচল দুরুহ হয়ে পড়েছে, প্রাকৃতিকবিপর্যয় কোমেনের আগাতে সোনাদিয়া সড়ক বিলীন,তিন গ্রামের মানুষ অতি কষ্টে দিন যাপন করতেছে বাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়াতে,যদি সঃস্কারমুলক কাজ করেন তাহলে ২০হাজার মানুষের উপকৃত হবে।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা ঘটিভাংগা সোনাদিয়ার মানুষের দীর্ঘদিনের দাবিকৃত কাজ করে, সোনার বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য,আপনার সুদৃষ্টি কামনা করছি।

jamal jahedবিনীত নিবেদক

ঘটিভাংগা সোনাদিয়াবাসীর পক্ষে-
জামাল জাহেদ
শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক।
ঘটিভাংগা, কুতুবজোম, মহেশখালী।
মোঃ ০১৮১৮৯৭৮১২২।


শেয়ার করুন