মহেশখালী ইউপি নির্বাচন : দখলে নিতে দু’পক্ষের সংঘর্ষে আহত-৮

downloadমহেশখালী প্রতিনিধি

মহেশখালী উপজেলার আসন্ন বড় মহেশখালী ইউপি নির্বাচনের মাঠ দখলে নিতে বিভিন্ন প্রচার-প্রচারনা; চালানোকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: শরিফ বাঁদশা ও স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল এর কমী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠে। প্রত্যক্ষদর্শীরা জানান পশ্চিমদিক থেকে নৌকা প্রতীক শরীফ বাদশার কর্মী সমর্থকদের মিছিল আসে এবং পূর্বদিক থেকে চশমা প্রতীক স্বতন্ত্র প্রার্থী এনায়ে তুল্লাহ বাবুল এর কর্মী সমর্থকদের মিছিল নতুন বাজার এলাকায় আসলে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ৮টার সময় বড় মহেশখালী ইউনিয়নস্থ নতুন বাজার এলাকায় এঘটনা ঘটে। এতে দু’পক্ষের সংঘর্ষে পথচারী,গাড়ীর ড্রাইভার ও কর্মী সমর্থকসহ ৮জন গুলিবৃদ্ধ হয়ে আহত হয়েছে। আহতরা হলেন- আব্দুল মান্নন, নুর হাসেম, সোহেল, নাহিয়ান, রুবেল, মিমতাজ উদ্দীন, সিরাজ ও জিয়াউল হোসেন। স্থানীয়রা গুলিবৃদ্ধ অবস্থায় আহতদেরকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্্র এ চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায়; হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ককসবাজার সদর হাসপাতালে রেফাড করেন।
এব্যাপারে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত দিদারুল ফেরদাউস জানান, বড় মহেশখালীতে সহিংসতার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েআসা হয়। বর্তমানে ওই এলাকার পুলিশটহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি শান্তরয়েছে । ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।


শেয়ার করুন