মহেশখালীর শিশু সাইমুনকে বাচাঁতে এগিয়ে আসুন

--------এম বশির উল্লাহ: মহেশখালী প্রতিনিধি:

দরিদ্র এতটা কষ্ট সাধারন মানুষের স্বপ্ন ভেঙ্গে যায় অতি সহজে। নিজের সন্তানের শারিরিক যন্ত্রনা চেয়ে চেয়ে কাঁদছে তার পিতা মাতা। এমন এক হত দরিদ্র পরিবারের শিশু সন্তান সাইমুন। কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া গ্রামের দিন মজুর ইবনে আমিনের ১৭ মাসের শিশু মো: সাইমুন। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় শিশুটির বাড়িতে গরম তরকারীর ডেকসিতে অতর্কিত ভাবে শিশু সাইমুন পড়ে যায়। এতে শিশুটির মাথার প্রায় ৮০ভাগ জ্বলসে যায়। এখই সাথে তার পিঠে ও হাতে বেশ কিছু অংশ জ্বলসে যায়। প্রাথমিক ভাবে মহেশখালী পরে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চমেক মেডিকেল হাসপাতালে দীর্ঘ ১ মাস চিকিৎসা করে অসহায় পিতার সহায় সম্বল প্রায় শেষ হয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটের চিকিৎসক জানিয়েছেন শিশু সাইমুনকে বাচাঁতে গেলে মাথা ও শরীরের ক্ষত স্থানে প্লাস্টিক সার্জারী করাতে হবে। শিশুটির পিতা গরিব জেলে ইবনে আমিনের পক্ষে এই ব্যায় বহুল চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা। এই শিশুটিকে বাচাঁতে মহেশখালী তথা সারা দেশের দানশীল, বিত্তবান, ব্যক্তিরা একটু সহানুভুতির হাত বাড়িয়ে দিলে একটি শিশুর জীবন নতুন করে বাচানো সম্ভব হবে। আসুন আমরা এ্ই শিশুটিকে বাচাঁতে আর্থিক ভাবে সহায়তা করি। কেউ যদি তাকে সাহায্য করতে চাইলে এই নাম্বারের যোগাযোগ করুন। শিশুটির মাতা আনোয়ারা বেগম ০১৮৩৯-৯৮০৪৬০ বিকাশ নাম্বার। বর্তমানে শিশুটি অর্থের অভাবে তার নানার বাড়িতে অবস্থান করছে।


শেয়ার করুন