মহেশখালীতে বন মামলার ৬আসামী জেল হাজতে

downloadহারুনর রশিদ, মহেশখালী:

মহেশখালীর বন মামলার ৬ আসামীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মহেশখালী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ্তাদের জেলহাজতে পাঠান। ওই সব আসামীরা জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ১৩জুন মহেশখালী উপজেলার ঘটিভাংগা মৌজার বন বিভাগের সরকারি জমিতে বড় মহেশখালী ইউনিয়নের এক দল ভূমিদস্যু সরকারি প্যারাবন কেটে চিংড়ি ঘের নিমাণ করে। খবর পেয়ে গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আনিসুল হকের নেতৃত্বে ভূমি দসুদের ছত্রভঙ্গ করে দিয়ে সরকারী সম্পদ রক্ষা করে । ওই ঘটনায় ঘটিভাংগা বিট কর্মকর্তা ফরেস্টার বিপ্লব হোসেন বাদী হয়ে ১৫জন এজাহার নামীয় এবং ১৮০জন অজ্ঞাত নামা আসামী করে ১৪জুন মামলা রুজু করে মহেশখালী থানায় । যাহার নাম্বার ২৩/১৬৯ তাং ১৪/০৬/১৬। ওই মালার ৭ আসামী ২৮জুন মহেশখালী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট এর আদালত এ আত্নসমপন করলে। আদালত ৭ আসামির মধ্যে এড, সেলিম উদ্দিন রাজুকে জামিন মনজুর করেন এবং বাকি ৬ আসামী শহিদুল্লাহ,মুন্না ,নেচারুল করিম,শহীদুল্লাহ, নুরুল হাশেম, নবী হোসেনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন আদালত।


শেয়ার করুন