মহেশখালীতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

dfgerge44এম বশির উল্লাহ, মহেশখালী :

বাংলাদেশের শিক্ষাদিক্ষায় পিছিয়ে পড়া একটি উপজেলা মহেশখালীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫। দিবসটি উপলক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসন ২ দিন ব্যাপী কর্মসুচি হাতে নিয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় এক বনাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া মেলার উদ্ভোধন করেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হোছাইন ইব্রাহিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আনোয়ারুল নাসের, মহেশখালী থানার ওসি তদন্ত দিদারুল ফেরদৌস,উপজেলা শিক্ষা কমর্কতা আশিষ চিরান সহ উপজেলার সংশি্লস্ট কর্মকর্তাবৃন্দরা।

২ দিন ব্যাপী মেলায় রয়েছে, আলোচনা সভা, স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ, পুরস্কার বিতরনী। ডিজিটাল মেলায় তথ্য প্রযুক্তির উপর উপজেলার বিভিন্ন পর্যায়ের ১৭টি ষ্টল দিয়েছে। গ্রামীনফোন,রবি আজিয়াটা লিঃ, স্বাস্থ্য বিভাগ, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, মহেশখালী কলেজ, স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্টান মিলভিক, বড় মহেশখালী তথ্যসেবা কেন্দ্র, ছোট মহেশখালী,শাপলাপুর, মাতারবাড়ি,ধলঘাটা তথ্যসেবা কেন্দ্র, উপজেলা প্রাথমিক বিদ্যালয়, কৃষি বিভাগ,মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, আইল্যান্ড হাই স্কুল, ডাচ বাংলা ব্যাংক লিঃ, হোয়ানক ডিজিটাল তথ্যসেবা কেন্দ্র সহ মোট ১৭টি ষ্টল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ নুরুল আমিন,ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন, পল্লী বিদু্ৎ ডিজিএম আবুল বশর মোঃ সামসুদ্দিন,একটি বাড়ি একটি খামারে আনজুমান আরা রশিদ। মেলায় মহেশখালী সরকারী বালিকা বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়, ছোট মহেশখালীর তৈয়াবিয়া মাদ্রাসার হাজার হাজার ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেছে।


শেয়ার করুন