মহেশখালীতে চর জাল ও কারেন্ট জাল ধ্বংস

IMG_2426হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালী উপজেলার সোনাদীয়া এলাকায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৫শ মিটার চর জাল ও কারেন্ট জাল জব্দ করেছে। ৫ অক্টোবর সকাল ১১টার সময় এ অভিযান পরিচালনা করা হয়। পরে তা আগুনে পুড়ানো হয়েছে। অভিযানটি পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো: নোমান হোসেন। সঙ্গে ছিলেন মহেশখালী থানার এস আই.ফজুলুল রহমান পাটুয়ারী সঙ্গীয় ফোর্সসহ এবং মহেশখালী মৎস্য অধিদপ্তরে দায়িত্ব রত কর্মকর্তা কর্মচারীগণ।
অভিযানটি উপজেলার কুতুবজোমের ঘটিভাঙ্গা ও সোনাদিয়া এলাকা থেকে চর জাল, কারেন্ট জাল বসানো অবস্থার থেকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হয়। জালগুলি সাগরে বসানো অবস্থায় পাওয়া গেলেও কোন জেলে জালের পাশে না থাকায় মালিক খোঁজে পাওয়া যায়নি । পরে বিকাল সাড়ে ৩টার সময় উক্ত উদ্ধারকৃত জাল গুলি আগুনে পুড়িয়ে ফেলা হয়। উদ্ধারকৃত জালগুলি পুড়ানোর সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালাম, সহকারী কমিশনার ভূমি নোমান হোসেন, মহেশখালী মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন