মহেশখালীতে ঈদ পূর্নমিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

pic moheshkhali 26-9-15এম বশির উল্লাহ: ,মহেশখালী :

মহেশখালী পৌরসভায় শিক্ষার্থদের সাথে ঈদ পূর্নমিলনী ও মত বিনিময় সভায় বক্তারা বলেছেন, একটি শিক্ষিত জাতী পারে একটি শিক্ষিত সমাজ উপহার দিতে, যে জাতি যত বেশি শিক্ষিত হবে তার এলাকায় তত বেশি উন্নিত হবে।
সমাজ গড়ার কাজে শিক্ষিত ব্যক্তির বিকল্প নেই। শনিবার দুপুর ১২ টায় মহেশখালী ইলা কমিনিটি সেন্টারে মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিদ্দিক নূরুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জহির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বিশিষ্ট শিক্ষাঅনুরাগী সরওয়ার আজম বিএ, মাহাবুব আলম, কুতুব উদ্দিন, নুরুল ইসলাম, শাহেদ খান, নুুরুল আলম ফারুকী, নাজমুল হাসান, মো: সালা উদ্দিন, সাংবাদিক আবুল বশর পারভেজ, আজমত হুদা, জাহিদ ইকবাল, মোশেদুল আলম, মিফতাহুল মনিরুল ইসলাম,ওসমান সরওয়ার, আব্দুল হাকিম, আবুল কাছিম, আনোয়ার হোসেন, নিশান, কায়েস,মুজাহিদ, বাপ্পী, জিয়া, মোরশেদুল ইসলাম, আজম, এড আজম প্রমুখ। সভায় বিভিন্ন গুরুত্বপূন বিষয়ে বৃহত্তর পুটিবিলাকে নাগরিক সমাজে সুপরিচিত করার লক্ষে ছাত্র সমাজরা নিরলশ ভাবে কাজ করে যাবে। মহেশখালীতে যত সব বড় বড় শিক্ষা প্রতিষ্টান আছে বৃহত্তর পুটিবিলায়া অবস্থিত । দ্রুত তম সময়ে মহেশখালী কলেজ ও আর্দশ উচ্চ বিদ্যালয় সরকারী করণ হতে চলছে আমাদের জন্য কতটা গৌরব ময় তা আপনারা শিক্ষিত সমাজ বুঝবে। সময় থাকতে নিজের এলাকায় নিজেকে সুশিক্ষিত করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে দ্বীপ উপজেলা মহেশখালীকে একটি মডেল উপজেলা হিসাবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। গভীর সমুদ্র বন্দর, তাপ বিদুৎ কেন্দ্র্র সহ বৃহত্তর প্রকল্প গুলি মহেশখালীতে বাস্তবায়ন হবে। মহেশখালী ইলা কমিনিউটি সেন্টারে নুর উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত ঈদ পূর্ন মিলনী সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন