মগনামায় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সভা

20160807_132755পেকুয়া প্রতিনিধি :

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের উদ্যেগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সভা অনুষ্টিত হয়েছে। ৭ আগষ্ট রবিবার সকাল ১০টায় মগনামা ইউপি কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়েছে। মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের সভাপতিত্বে ও ইউপি সচিব নুরুল আলমের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন, মগনামা ইউপির ৫নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো.আলমগীর, আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন, আব্দু জলিল, আফতাব উদ্দিন বাবুল, নুরুল হুদা, সাবেক ছাত্র নেতা মমতাজুল ইসলাম, মাঝিরপাড়া শাহ রশিদিয়া মাদ্রাসার সুপার মো.নুর, মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার আহমদ, পেকুয়া থানার এ.এস.আই বাবু মনিতোষ, মসজিদের ইমাম মৌলানা ইছহাক, আবুল কাশেম, আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া থানার এস.আই বিমল কান্তি দেব, এস.আই বিপুল, ইউপি সদস্য নুরুল আজিম, খোরশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, জায়েদুল হক, আজিজুল হক, নুর মো.বদ, জসিম উদ্দিন, নুর মো.মাদু, খালেদা বেগম, মুন্নি আকতার ও ফাতেমা নার্গিস প্রমুখ। এসময় বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রাষ্ট্র ও সমাজের জন্য ভয়ানক। ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা ও মানবতা বিধ্বংসী কাজ ইসলাম প্রকৃতপক্ষে ঘৃণা করে। ইহুদিরা মানবতা ও শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করতে চক্রান্ত মেতেছে। তারাই পৃথিবীকে অশান্ত করতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এসব ইসলামের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। টাকার বিনিময়ে মুসলিম সমাজে কিছু বিপদগামীদের তাদের দলে সম্পৃক্ত করে। আমরা শান্তি চাই। ছেলে মেয়েদের ভবিষৎ কর্ণধার হিসেবে গড়ে তুলতে হবে।


শেয়ার করুন