ভ্রাম্যমান আদালতের অভিযান: কলাতলী থেকে পেট্রোল ও অকটেন জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিটিএন:
কক্সবাজার হোটেল মোটেল জোন কলাতলীতে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৭৯ লিটার অকটেন ও ৬ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় লাইন্সেসবিহীন অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে ৩ দোকানকে ৭‘শ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ সাহার নেতৃত্বে ৪ ফেব্রুয়ারী বিকেলে কলাতলী মোড়স্থ বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সূত্রে লাইন্সেসবিহীন অকটেন ও পেট্রোল বিক্রির খবর পেয়ে কলাতলীর মোড়স্থ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুর রবের মালিকানাধীন মেসার্স কালাম ট্রেডার্স থেকে ৬ লিটার পেট্রোল, আব্দু শুক্কুর টিপুর মালিকানাধীন মেসার্স মান্নান ট্রেডাস থেকে ৩৯ লিটার অকটেন ও শাখাওয়াত হোসেনের মালিকানাধীন মেসার্স এম এন্টারপ্রাইজ থেকে ৪০ লিটার অকটেন জব্দ করা হয়। এসময় ওই তিন দোকানকে ৭‘শ টাকা জরিমানা করা হয়। কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ফোর্স অভিযানে সহযোগীতা করেন।


শেয়ার করুন