ডুলহাজারা জামায়াতের কর্মী সম্মেলনে আব্দুল্লাহ আল ফারুক

ভোটাধিকার ও গণতন্ত্র পূণরুদ্ধার না করে জামায়াত ঘরে ফিরে যাবে না

প্রেস বিজ্ঞপ্তি:
২০শে অক্টোবর সকাল ১১টায় ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, কক্সবাজার শহর আমীর, সাবেক ছাত্রনেতা ও চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। নির্দলীয় কেয়ারটেকার সরকার ব্যবস্থা ব্যতীত এদেশে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুতরাং অনতিবিলম্বে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংযোজন করতে হবে। তিনি আরো বলেন, জুলুম নির্যাতন চালিয়ে, গ্রেফতার করে মুক্তকামী জনতার আন্দোলনকে দমন করা যাবে না। ভোটাধিকার ও গণতন্ত্র পূণরুদ্ধার না করে জামায়াতের কর্মীরা ঘরে ফিরে যাবে না। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা সাবের আহমদ, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, মাওলানা শহীদুল ইসলাম, জননেতা মাওলানা গিয়াস উদ্দিন, ছাত্রনেতা আব্দুর রশিদ প্রমুখ। প্রোগ্রামে সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জমির উদ্দিন।


শেয়ার করুন