ভুলভাবে উপস্থাপন করবেন না: প্রধান বিচারপতি

আরটিএনএন
ঢাকা: গণমাধ্যমে মাঝে মাঝে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়। ভবিষ্যতে এ বিষয়ে গণমাধ্যমকে সচেতন হওয়া আহব্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘শোকের মাস চলছে। বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে ব্যথিত হয়েছি। বাচ্চা ছেলে রাসেলকেও পর্যন্ত হত্যা করা হয়েছে।

বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছাত্র জীবনে অনেকেই অনেক ধরণের রাজনীতি করেছেন। কিন্তু বিচারপতি হবার পর আপনারা অতীত ভুলে যাবেন। সঠিক বিচারের চেষ্টা করবেন।’


শেয়ার করুন