ভারতে বন্যায় নিহত শতাধিক, ত্রাণ শিবিরে লাখো মানুষ

86229_moreমানবজমিন ডেস্ক:
ভারতজুড়ে অব্যাহত ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এ পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন শরণার্থী ও ত্রাণ শিবিরে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। পশ্চিমবঙ্গ রাজ্যে ঘূর্ণিঝড় কোমেনের আঘাত হানা ও অব্যাহত ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২ লাখেরও বেশি মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড়ের সঙ্গে দমকা হাওয়া ও বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গের ১০ হাজার গ্রামে ৪০ লাখেরও বেশি মানুষ বন্যায় নানাভাবে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে মণিপুরে ব্যাপক বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন। উত্তর রাজস্থানে বন্যায় নিহত হয়েছে ২৮ জন। সেখান থেকে ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের ১৪টি জেলায় প্রায় ৪০ লাখ মানুষ বন্যায় আক্রান্ত। পূর্বাঞ্চলীয় প্রদেশ ওড়িশায় বন্যায় কমপক্ষে ৫ জন নিহত ও ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে আরেক প্রতিবশী রাষ্ট্র মিয়ানমারে বন্যায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন