বৈসাবিকে ঘিরে উৎসবমুখর বান্দরবান

 রিপন চক্র বত্তী, বান্দরবান:

আদিবাসিদের বর্ষবরণ বৈসাবিকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে বান্দরবান। পাড়ায় পাড়ায় চলছে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি ও উৎসবের আমেজ।এলাকা ভিত্তিক নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবকে বরণ করে নেওয়ার নানা আয়োজন। বান্দরবানের মারমা, চাকমা ও ত্রিপুরা সমপ্রদায় বর্ষবরণকে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করে থাকে।তবে এর মূল আকর্ষণই হলো সাংগ্রাই এর পানি খেলা। মার্মা তরুন- তরুনীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। একে অপরের প্রতি ভালবাসাও প্রকাশ করে এই পানি খেলার মধ্য দিয়ে।বৈসাবি উপলক্ষে বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলো নানা সাজে সাজানো হয়েছে। মন্দিরে মন্দিরে চলছে প্রার্থনা আর পূজা। চাকমা ও তংচঙ্গা সম্প্রদায় দুদিন আগে থেকেই বর্ষবরণ উৎসব শুরু করলেও মার্মা সম্প্রদায় ১৪ এপ্রিল থেকে পালন করে বর্ষবরণ উৎসব। আর বষ বরণকে কেন্দ্র করে মারমা সম্প্রদায়ের মধ্যে চলে উৎসবের আমেজ।


শেয়ার করুন