বেলিজের দিকে ধেয়ে আসছে হারিকেন আর্ল

fileনয়া দিগন্ত অনলাইন

হারিকেন আর্ল ক্যারিবিয়ান দেশ বেলিজে আঘাত হানতে যাচ্ছে। ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।প্রবল বাতাসে গাছপালা উপড়ে গেছে এবং বৈদ্যুতিক তার ছিড়ে গেছে।

দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বেলিজের উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৪০০ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটিতে প্রচ- শক্তিশালী বাতাস বইছে। তাই এদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।
ঝড়ের প্রভাবে হন্ডুরাসেও ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এর ফলে ক্যারিবিয়ান উপকূলের কয়েকশ’ লোক আশ্রয় শিবিরগুলোতে অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, আর্ল ঘন্টায় ১২১ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।
বেলিজ সিটিসহ অন্যান্য উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের ভেতরের দিকে চলে যেতে এবং উঁচু স্থানে সরকারের পক্ষ থেকে যে আশ্রয় শিবিরগুলো খোলা হয়েছে তাতে অবস্থানের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা নগরীর আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ঝড়ের কারণে প্রতœতাত্ত্বিক দর্শনীয় স্থান ও ন্যাশনাল পার্কও বন্ধ রাখা হয়েছে।
ঝড়টি উপকূলে আঘাত করার পর দুর্বল হয়ে দ্বীপের ভিতর দিকে বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে বেলিজের স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করে বলেছে যে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হতে পারে। এছাড়াও সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে উত্তাল ঢেউ আঘাত হানতে পারে।

 


শেয়ার করুন