বেকায়দায় এরশাদ

017276004_30300-400x225সিটিএন ডেস্ক:

ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদে নিয়োগ দিয়ে এখন বেকায়দায় পড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাপার ভেতরে এখন দুই গ্র“প কাজ করছে। দুই গ্র“পের নেতারা মনে করেন সব এমপি ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলোচনা করে নিয়োগ দেওয়া হয়নি। একক সিদ্ধান্ত নেওয়ার কারণেই এরশাদ বেকায়দায় পড়েছেন বলে দলের বিভিন্ন সূত্র জানায়।
এদিকে জটিলতা নিরসনে ৮ ফ্রেব্র“য়ারি গুলশানের ইমাম্যুয়েল কমিউনিটি সেন্টারে দলের যৌথসভা ডাকা হয়েছে। সভায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, কো-চেয়ারম্যান এবং মহাসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নীতিগত হয়নি। তিনি মনে করেন এরশাদ একেক সময় একেক কথা বলে রাজনীতিতে সবসময় আলোচনায় থাকেন। কখনও এরশাদ নিজের ইচ্ছায় বলেন আবার কখনও তাকে দিয়ে বলানো হয়। রাজনৈতিক দোলাচলে পড়ে এই দলটি অতীতে পাঁচবার ভাঙনের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এখন অন্যের অপর ভর করে চলতে হচ্ছে দলটিকে।
স্বামী-স্ত্রী দুজনের পরস্পরবিরোধী বক্তব্যের ফলে জাতীয় পার্টির গন্তব্য কোথায় গিয়ে থামবে তা বলা মুশকিল বলে মনে করেন নিজ দলের নেতারা। যে কারণে দলের নেতারা ভেতরে ভেতরে দুটি পক্ষ হয়ে কাজ করছেন। একটি পক্ষ সরকারের সঙ্গে মন্ত্রিসভায় থাকতে চায়, অন্যপক্ষ সরকারের মন্ত্রিসভা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দিতে চায়। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার ব্যাপারে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের ও সদ্যনিযুক্ত মহাসচিব রুহুল আমিন হাওলাদার একমত হলেও হুসেইন মুহম্মদ এরশাদ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না।
এদিকে হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে বিরোধীদল হিসেবে মনে না করে না। প্রধান বিরোধীদল হিসেবে মনে করে বিএনপিকে। এ কারণে গত পৌর নির্বাচনের ফলাফলে জাতীয় পার্টির চরম বিপর্যয় ঘটেছে। এছাড়াও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সম্প্রতি বলেছেন, জাতীয় পার্টি একটি পরিবার। এ পরিবারের অভিভাবক আমরা দুজন। আমি আর আমার স্ত্রী। তোমরা তাকে ‘মা’ বলে ডাকো, আমি তোমাদের পিতা। শেষ বয়সে পিতা-মাতার মনে দুঃখ দিওনা। মায়ের চোখের পানি সবচেয়ে বড় অভিশাপ। আমরা তোমাদের দোয়া ও সমর্থন চাই। তোমাদের ভালোবাসা, সমর্থন থাকলে জাতীয় পার্টির অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। কিন্তু হঠাৎ করে নিজের ভাইকে কো-চেয়ারম্যান করায় নতুন করে দল ষষ্ঠ দফা ভাঙনের দিকে এগোচ্ছে। এই ভাঙন ঠেকাতেই খোদ দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বেকায়দায় পড়েছেন বলে সূত্র জানায়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, দলের চলমান সমস্যা নিরসনে যৌথসভা হওয়ার কথা থাকলেও কবে হবে তা আমি কিছুই জানি না। দলের অপর প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সাল চিশতী বলেন, জটিলতা নিরসনে আগামী ৮ ফ্রেব্র“য়ারি দলের যৌথসভা হতে পারে। অনুষ্ঠেয় সভায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরা থাকবেন বলে জানা গেছে।


শেয়ার করুন