বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

উপকূল ছেড়েছে ধেয়ে আসা ঘূর্ণিঝড় কোমেন। তবে এর প্রভাব এখনো রয়ে গেছে। ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়ে উপকূল এলাকা ছাড়াও দেশের বিভিন্নস্থানে বৃষ্টি ঝরাচ্ছে।

এরই প্রভাবে শুক্রবার ভোররাত থেকে রাজধানী ঢাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। দুপুর ১২টার সময়ও বৃষ্টি অব্যাহত থাকায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড প্রায় পুরোটাই কাভার দিয়ে ঢাকা রয়েছে। সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল তখন পর্যন্ত হোটেল থেকেই বের হয়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে বাংলাদেশ ৮ উইকেটে ২৪৬ রান করে। দিনের শেষভাগে পাঁচটি উইকেট হারানোয় অস্বস্তি বেড়েছে। ১৩ রানে আশার প্রতীক হয়ে অপরাজিত আছেন নাসির হোসেন।

তিনি এই ইনিংসে পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার যুবায়ের হোসেনকে সঙ্গী হিসেবে পাবেন। এখন দেখার নাসির নিজের ও দলীয় ইনিংসটা কতটা টেনে নিতে পারেন।

চট্টগ্রামে প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়। ফলে এই টেস্ট এখন সিরিজ নির্ধারণী হিসেবে ধরা হচ্ছে।

সফরে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টি-২০ সিরিজ জিতে নিলেও বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করে ২-১ ব্যবধানে।


শেয়ার করুন