বৃটেনের কার্ডিফে শেখ সুফিয়া নাজিয়া জামানের কৃতিত্ব 

dfddd4565মনসুর বৃটেনের কার্ডিফ থেকে :

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের হাওয়েলস স্কুল থেকে শেখ সুফিয়া নাজিয়া জামান সম্প্রতি প্রকাশিত জিসিএই পরীক্ষায় ৬টি বিষয়ে স্টার ও ৬টিতে এ গ্রেড পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের বাসিন্দা কার্ডিফের সমাজসেবক শেখ এম এ আতিকুজ্জামান ও মিসেস রোনা জামানের ১ম মেয়ে সুফিয়া নাজিয়া ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী শেখ এ এম এস জামান মতিন ও প্রধান শিক্ষক এ আর রফিকুজ্জামান তাদের ভাতিজী নাজিয়ার উজ্জল ভবিষ্যতের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।

এদিকে বাংলাটিভির ওয়েলস এম্বেসেডর ও প্রতিভা মেধা প্রকল্পের প্রতিষ্ঠাতা সাংবাদিক মকিস মনসুর আহমদ এক বিবৃতিতে শেখ সুফিয়া জামানসহ কার্ডিফ তথা ওয়েলস ইউকে কমিউনিটির যে সকল বাঙ্গালী ছাত্রছাত্রী জিসিএসই ও এ লেভেলে ভালো ফলাফল করে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জল করছেন সে সকল কৃতি ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুন