বিশ্ব মিডিয়ার খবর: বাংলাদেশে ইসলামী নেতার ফাঁসি কার্যকর

নিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের প্রথম রায় ঘোষণার পর এবং আপিল বিভাগে মুত্যুদণ্ড বহাল থাকার খবরের মতোই রায় কার্যকরের খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে বিশ্ব মিডিয়া।

শনিবার রাতে মৃত্যুদণ্ড কার্যকরের পর বেশির ভাগ বিশ্ব মিডিয়ায় শিরোনাম করা হয়েছে, একজন ইসলামী নেতার ফাঁসি কার্যকর।

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই গুরুত্ব দিয়ে খবরটি প্রচার করে বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান, আল জাজিরা, এপি, নিউইয়র্ক টাইমস, ইয়াহু নিউজ, এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ, টেলিগ্রাফ, দ্য স্টার.কম, গালফ নিউজ, সৌদি গেজেট, আরব নিউজসহ অনেক বিশ্বের নামকরা মিডিয়া।

নিউ ইয়র্ক টাইমস তাদের শিরোনাম করেছে, যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামী দলের নেতার ফাঁসি কার্যকর।

ওয়াশিংটন পোস্টও নিউ ইয়র্ক টাইমসের মতো একই শিরোনাম করেছে,

বিবিসি শিরোনাম করেছে ‘বাংলাদেশে ইসলামী রাজনীতিকের ফাঁসি’

এপি শিরোনাম করেছে ‘যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামী দলের কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।’

আল জাজিরার শিরোনাম ‘১৯৭১ সালের যুদ্ধাপরাধের জন্য ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশ’।

গার্ডিয়ান শিরোনাম করেছে, যুদ্ধাপরাধের জন্য বিরোধী ইসলামী নেতার ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ।

এবিসি তাদের খবরে শিরোনাম করেছে, বাংলাদেশে যুদ্ধাপরাধের জন্য ইমলামী দলের নেতার ফাঁসি কার্যকর।

সিডনি মনিং হেরাল্ডের শিরোনাম, বাংলাদেশে শীর্ষ ইসলামী নেতার মৃত্যুদণ্ড কার্যকর।

ওয়াল স্টিট জার্নাল লিখেছে, যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামিস্ট রাজনীতিকের ফাঁসি।

এএফপি এবং রয়টার্স একই শিরোনাম করেছে। তারা লিখেছে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামী নেতার মৃত্যুদণ্ড কার্যকর।

ওটাগো টাইসের শিরোনাম ছিল, যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামী নেতার ফাঁসি কার্যকর।

আরব নিউজ লিখেছে, গণহত্যার দায়ে সিনিয়র জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ।

পাকিস্তানের ডন লিখেছে, বাংলাদেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের জন্য জামায়াতে ইসলামী নেতার ফাঁসি।

টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে, বাংলাদেশে যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর।

হিন্দুস্থান টাইমস শিরোনাম করেছে, ১৯৭১ সালে যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে শীর্ষ ইসলামী নেতার ফাঁসি কার্যকর। এনডিটিভি লিখেছে, বাংলাদেশে শীর্ষ ইসলামী নেতা কামারুজ্জামানের ফাঁসি। দ্য হিন্দুর শিরোনাম, বাংলাদেশে শীর্ষ জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকর।


শেয়ার করুন