নাইক্ষ্যংছড়িতে

বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইদুর নিধন অভিযান পালিত

মো.আবুল বাশার নয়ন :                                       Edur Nidon

বান্দরবানের বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইদুর নিধন অভিযান কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিবসটি পালন উপলক্ষে শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশগ্রহণের বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন এলাকায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষায় কৃষি’ প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা: মো: ইসমাইল, ইউপি সদস্য মো: ইমরান, কারিতাসের মাঠ কর্মকতা উজ্জল চাকমা। এছাড়াও দিবস সমূহের বিভিন্ন গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো: জাহিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ‘ইদুর ধরুন, ইদুর মারুন, ইদুরমুক্ত খামার গড়ুন’ এ শ্লোগানে জাতীয় ইদুর নিধন অভিযান- ২০১৫ উদযাপন করা হয়। উভয় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল বড়ুয়া।


শেয়ার করুন