বিশ্ব একাদশের হয়ে নরওয়েতে খেলতে যাচ্ছেন তামিম

নয়া দিগন্ত অনলাইন :
বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল আবারও মাঠে নামছেন বিশ্ব একাদশের হয়ে। নরওয়ের রাজধানী অসলোর বিসলেট স্টেডিয়ামে আগামী ১৯ সেপ্টেম্বর পাকিস্তান স্টার্স দলের বিপক্ষে খেলতে নামবে তামিমদের অলস্টার ক্রিকেট দল।

আগামী ১৭ আগস্ট তামিমের ঢাকা ছাড়ছেন এবং ২১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।

পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, উমর আকমল, শ্রীলংকার সনাৎ জয়সুরিয়া, ভারতের ইউসুফ পাঠান ও ইরফান পাঠানের মতো তারকা খেলোয়াড়রা অংশ নেবেন এই ম্যাচে।

পাকিস্তান স্টার্স দলের নেতৃত্ব দেবেন সে দেশের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।

সারাবিশ্বে নরওয়ের পরিচিতি ‘শান্তির দেশ’ হিসেবে। আর সেই শান্তির দেশেই ক্রিস্টিনা ক্রিকেট ক্লাবের ‘প্লে ফর পিস ফেস্টিভ্যাল’ নামে এক দাতব্য প্রতিষ্ঠানের আয়োজনে অলস্টার ক্রিকেট দলের হয়ে খেলতে যাচ্ছেন তামিম।

এর আগে ২০১৩ সালের অসলোর একবার্গে আয়োজিত হয়েছিল প্লে ফর পিস ফেস্টিভ্যালের আগের আসর। সেবার বেশ সমাদৃতও হয়েছিল এই আয়োজন।

তামিমের জন্য এটাই বিশ্ব একাদশে খেলার প্রথম নজির নয়। এর আগে, ২০১৪ সালের পাঁচ জুলাই ক্রিকেট-তীর্থ লর্ডসের ২০০ বছর পূর্তি উপলক্ষে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

– See more at: http://m.dailynayadiganta.com/detail/news/141736#sthash.ydTHKQxr.dpuf


শেয়ার করুন