বিমান বিধ্বস্ত হয়ে লাদেনের মা ও বোন নিহত

115544_1সিটিএন ডেস্ক:

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পরিবারের একটি ব্যক্তিগত বিমান ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়ে এর চার আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন।
সৌদি আরবে নিবন্ধিত এমব্রেসার ফেনম ৩০০ মডেলের বিমানটি শুক্রবার ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় নগরী হ্যাম্পশেয়ারের ব্ল্যাকবুশ বিমানবন্দরে অবতরণের সময়ে বিধ্বস্ত হয়।
এতে বিমানের চার আরোহীর সবাই নিহত হয়। নিহতদের মধ্যে ওসামা বিন লাদেনের সৎ মা ও বোন এবং বিমানের জর্দানের পাইলটও রয়েছেন। চতুর্থ আরোহীর পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় ব্যক্তিগত জেট বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। নামার চেষ্টা করার সময় এমব্রেয়ার ফেনম ৩০০ জেট বিমানটি ছিটকে রানওয়ের বাইরে চলে যায় এবং গাড়ি পার্ক করার জায়গায় যেয়ে পড়ে।
জেদ্দার সালেম অ্যাভিয়েশন’এর মালিকানাধীন দুর্ঘটনা কবলিত ৭০ লাখ পাউন্ড স্টারলিং মূল্যের বিমানটি ব্রাজিলের তৈরি। বিন লাদেনের পরিবার সালেম অ্যাভিয়েশনের মালিক বলে জানা গেছে।
বিমান বন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় বিমানটি সাড়ে বারোশ ফুট উপরে ছিল । এরপর বিমানটি দ্রুত ৫০০ ফুট ওপরে উঠে যায়। দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি প্রতি মিনিটে ৩০০০ ফুট গতিতে নিচে নামছিল।
ব্রিটেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মাদ বিন নাওয়াফ আল সৌদ দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লাদেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন।
বিন লাদেনের পরিবার সৌদি আরবের অন্যতম ধনাঢ্য হিসেবে খ্যাত। সৌদি রাজপরিবারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স


শেয়ার করুন