বিজেপি শাসিত রাজ্যেই অপুষ্টিতে প্রতিদিন ৬৪ শিশুর মৃত্যু

170437_1আন্তর্জাতিক ডেস্ক :
দিল্লি: নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত যখন ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্নে বিভোর, তখন বিজেপি শাসিত রাজ্যেই অপুষ্টির কারণে প্রতিদিন গড়ে কমপক্ষে ৬৪টি শিশুর মৃত্যু হচ্ছে। যাদের বয়স ৬ বছরেরও কম।

‘আউটলুক ইন্ডিয়া’র সাম্প্রতিক এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের হিসেব অনুযায়ী, বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি। শুধু অপুষ্টির জেরেই প্রতিদিন কমপক্ষে ৬৪ শিশুর মৃত্যু হচ্ছে।

শিশুমৃত্যুর বিস্তারিত রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলার গৌর বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করেন। যাতে শিশুমৃত্যুর সঠিক পরিসংখ্যান পেশ করা হয়।

যদিও স্বাস্থ্য দফতরের রিপোর্টে তা স্বীকার করা হয়নি। স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, অপুষ্টিতে গতবছর ১১৬ জন শিশু মারা গেছে।

অন্য দিকে, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অর্চনা চিতনিস দাবি করেছেন, ২০১৫ ও ২০১৬ সালে অপুষ্টিতে কোনো শিশুরই মৃত্যু হয়নি। তবে, অপুষ্টি না-হলেও, ডায়েরিয়া ও হামে ২৫,৪৪০ জন শিশু মারা গেছে বলে স্বীকার করে নেন মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী। যাদের বয়স ৬ বছরের কম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


শেয়ার করুন