বাহারছড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত : ৩জন অগ্নিদগ্ধ, ৬ বাড়ী ভস্মিভূত

Coxs-Bazar-Pic-এম. শাহজাহান চৌধুরী শাহীন :

কক্সবাজার জেলা প্রশাসক বাস বভনের অদুরে পশ্চিম বাহারছড়াস্থ কবরস্থান পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে ৬টি বাড়ী ভস্মিভূত হয়েছে। আগুনের লেলিহান শিখায় বাড়ীর মালিক সহ তিনজন অগ্নি দগ্ধ হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে ১২ লক্ষাধিক হবে বলে জানা গেছে। ৬ ফেব্র“য়ারী শুক্রবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। অগ্নিদগ্ধ দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম বাহারছড়াস্থ কবরস্থান পাড়ার মোঃ সেলিম নামের এক ব্যক্তির বাসায় বাড়ীতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিকল হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে ওই বাড়ীতে মেকানিক গিয়ে সিলিন্ডার মেরামত করা কালে আচমাকা ্ওই গ্যাস সিলিন্ডার বিকট আওয়াজে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহর্তের মধ্যে এ আগুন ছড়িয়ে পড়লে মোঃ সেলিমের টিনসেড সেমিপাকাবাড়ী ও তার ৫টি সেমিপাকা ভাড়া বাসা একনাগারে আগুনে পুড়ে ভস্মিভূত হয়। আগুন নেভাতে গিয়ে বাড়ীর মালিক মোঃ সেলিম, গ্যাস মেকানিক মোঃ পারভেজ ও ভাড়াটিয়া রিপন শীল অগ্নিদগ্ধ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে, ঘটনার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হযে আগুন নিয়ন্ত্রনে আনে এবং দগ্ধদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া দিলিপ ধর, লায়লা বেগম, মোহাম্মদ শাহজাহান, শাকিলা পারভীন জানান, অগ্নিকান্ডে তাদের বাসা বাড়ীর সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। তাদের মতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লক্ষাধিক টাকা হবে। অগ্নিকান্ডের পর জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঘটনাস্থল পরির্দশন করেছেন।


শেয়ার করুন